রবিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৯

পৃথিবীর প্রথম বিজ্ঞানী নবি হজরত ইদ্রিস[আ.]। জানুন তাঁর কিছু আবিষ্কার সম্পর্কে!!হজরত ইদরিস [আ.] ছিলেন একজন বিখ্যাত নবি। তার নামে বহু উপকথা তাফসিরের কিতাবসমূহে বর্ণিত হয়েছে। যে কারণে জনসাধারণ্যে তার ব্যাপক পরিচিতি রয়েছে। সেসব উপকথা পরবর্তীতে অধিকাংশই রূপকথায় রূপ নিয়েছে, কিছু অতিরঞ্জিত হয়ে গোনাহের পর্যায়ে চলে গেছে।হজরত ইদরিস [আ.] ছিলেন একজন বিখ্যাত নবি। তার নামে বহু উপকথা তাফসিরের কিতাবসমূহে বর্ণিত হয়েছে। যে কারণে জনসাধারণ্যে তার ব্যাপক পরিচিতি রয়েছে। সেসব উপকথা পরবর্তীতে অধিকাংশই রূপকথায় রূপ নিয়েছে, কিছু অতিরঞ্জিত হয়ে গোনাহের পর্যায়ে চলে গেছে। অথচ নবি ইদরিস [আ.] যেপৃথিবীতে বসবাসের নিমিত্তে অনেক জ্ঞান-বিজ্ঞানের সূচনা করেছিলেন, সে ব্যাপারে আমরা অনেকেই অজ্ঞ।হজরত ইদরিস [আ.] হজরত নুহ [আ.]-এর পূর্বের নবি ছিলেন,না পরের নবি ছিলেন এ নিয়ে মতভেদ রয়েছে। অনেক সাহাবির মতে তিনি নুহ [আ.]-এর পরের নবি ছিলেন। আবার অনেক সাহাবি ও তাফসিরকার তাকে নুহ [আ.]-এর পরবর্তী নবি বলে মত দিয়েছেন। অনেক ইতিহাসবিদ এবং তাফসিরকার তাকে ইসলামের তৃতীয় নবি এবং হজরত আদম [আ.]-এর তৃতীয় প্রজন্ম বলে মত প্রকাশ করেছেন।পৃথিবীর প্রাথমিক পর্যায়ের মানুষ হিসেবে তিনিই ছিলেন ইতিহাসের প্রথম শিক্ষিত ব্যক্তি। কেননা আল্লাহ তাআলা তাকেই প্রথম অক্ষরজ্ঞান শিক্ষা দেন।তাফসিরে কুরতুবি, ইবনে কাসির ও মাআরেফুল কুরআন সূত্রে বর্ণিত হয়েছে,হজরত ইদরিস [আ.] প্রথম মানব,যাকে আল্লাহর পক্ষ থেকে জ্যোতির্বিজ্ঞান ও গণনাপদ্ধতি শিক্ষা দেয়া হয়েছিলো। তিনি গ্রহ-উপগ্রহের চলাফেরা বা গতিবিধি লক্ষ্য ও সময় নির্ধারণ করার জন্য বেশ কিছু মান-মন্দির নির্মাণ করেছিলেন বলেও জানা যায়। তিনিই সর্বপ্রথম মানব, যিনি কলমের সাহায্যে লিখনপদ্ধতি ও বস্ত্র সেলাই শিল্পের সূচনা করেন। তার আগে মানুষ সাধারণতঃ পোশাক হিসাবে জীবজন্তুর চামড়া ব্যবহার করতো। ওজন ও পরিমাপের পদ্ধতি তিনিই সর্বপ্রথম আবিষ্কারকরেন। তার আমলেই সর্বপ্রথম নগরসভ্যতা গড়ে ওঠে। তিনি তার ব্যক্তিগত সংস্পর্শে রেখে বেশ কিছুসংখ্যক লোককে সুশিক্ষিত করে গড়ে তোলেন। তারাইবিভিন্ন এলাকায় গিয়ে এক একটি শহর নির্মাণ করে। এভাবে তিনি বেঁচে থাকতেই একশো আটাশিটি শহর বা সভ্য জনপদ গড়ে উঠেছিলো বলে জানা যায়। তিনি অত্যন্ত মেধাবী ও চিন্তাশীল ব্যক্তি ছিলেন। লোহা দ্বারা অস্ত্র-শস্ত্র তৈরির পদ্ধতি আবিষ্কার ও তার ব্যবহার তার আমল থেকেই শুরু হয়। তিনি নিজস্ব পদ্ধতিতে অস্ত্র নির্মাণ করে কাবিল গোত্রের বিরুদ্ধে জেহাদ করেন। সর্বপ্রথম এসব নির্মাণগত উৎকর্ষ সাধনের কারণে তাকে ইতিহাসের প্রথম বিজ্ঞানী বলা হয়ে থাকে।ইদরিস [আ.]-কে নিয়ে আমাদের সমাজে অনেক ভুল উপকথার মধ্যে একটি হলো- আল্লাহর নবি ইদরিস [আ.] ছিলেন মালাকুল মাউতের (আজরাইল) বন্ধু। ইদরিস [আ.] তার কাছে জান্নাত-জাহান্নাম দেখানোর আবদার জানালেন। তিনি তাকে ঊর্ধ্বাকাশে নিয়ে জাহান্নাম দেখালেন। জাহান্নাম দেখে ইদরিস আ. এতো বেশি ভয় পেলেন যে, বেহুশ হওয়ার উপক্রম হলেন। তখন মালাকুল মাউত আপন ডানা দিয়ে তাকে আগলে নিলেন। তারপর তাকে জান্নাত দেখাতে নিয়ে গেলেন।জান্নাত দেখা শেষ হলে মালাকুল মাউত বললেন,দেখা হয়েছে? এবার চলুন। তিনি বললেন,কোথায় যাবো? বললেন,যেখান থেকে এসেছেন। তখন ইদরিস আ. বললেন,না,জান্নাতে প্রবেশ যখন করেছি,এখান থেকে আর বের হবো না। তখন মালাকুল মাউতকে গায়েব থেকে বলা হলো,তুমি কি তাকে জান্নাতে প্রবেশ করাওনি? জান্নাতে একবার যে প্রবেশ করে সে আর বের হয় না বা তাকে আর বের করা হয় না। এরপর তিনি সেখানেই বসবাস করতে লাগলেন।এ বর্ণনাটি ভিত্তিহীন। এই বর্ণনার সনদে ইবরাহিম ইবনে আব্দুল্লাহ ইবনেখালেদ আলমিসসিসি রয়েছে। ইমাম জাহাবি রহ. এ বর্ণনাকারী সম্পর্কে বলেন, এ ব্যক্তি একজন চরম মিথ্যাবাদী। হাকিম রহ. বলেছেন,তার বর্ণনাগুলো মওজু ও বানোয়াট। [মিজানুল ইতিদাল,তরজমা নং ১২৪;লিসানুল মিজান,তরজমা নং ১৭৮]ইদরিস [আ.]-এর বর্ণনা পবিত্র কুরআনে দুই স্থানে এসেছে-وَاذْكُرْ فِي الْكِتَابِ إِدْرِيْسَ إِنَّهُ كَانَ صِدِّيقًا نَّبِيًّا،وَرَفَعْنَاهُ مَكَاناً عَلِيّاً-আপনি এই কিতাবে ইদরিসের কথা আলোচনা করুন। নিশ্চয়ই তিনি ছিলেন সত্যবাদী ও নবি। আমি তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছিলাম। [সুরা মারিয়াম, আয়াত ৫৬-৫৭]وَإِسْمَاعِيلَ وَإِدْرِيسَ وَذَا الْكِفْلِ كُلٌّ مِّنَ الصَّابِرِينَএবং ইসমাইল, ইদরিস ও যুলকিফলের কথা স্মরণ করুন, তারা প্রত্যেকেই ছিলেন সবরকারী। [সুরা আম্বিয়া, আয়াত ৮৫]হাফেজ মাওলানা সালাহউদ্দীন জাহাঙ্গীর[হাফেজ মাওলানা সালাহউদ্দীন জাহাঙ্গীর অনুসন্ধানী তরুণ লেখক। ধর্মদর্শন, ইতিহাস, ঐতিহাসিক ও ধর্মীয় মিথ, ইতিহাসের আড়ালের ইতিহাস নিয়ে কাজ করে থাকেন। ইতোমধ্যেই ইতিহাসভিত্তিক তার লেখা বেশকিছু বই প্রকাশ হয়েছে। প্রকাশের অপেক্ষায় আছে আরও কিছু গ্রন্থ। ইতিহাসের জানালা তার রচিত একটি আলোড়ন সৃষ্টিকারী গ্রন্থ। সালাহউদ্দীন জাহাঙ্গীর ২০০৮ সালে জামেয়া কোরআনিয়া আরাবিয়া থেকে দাওরা হাদিস সম্পন্ন করেন। ইংরেজি সাহিত্যে অনার্স সম্পন্ন করেছেন দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে। কর্মজীবনে সহযোগী সম্পাদক ছিলেন সাপ্তাহিক লিখনীতে। বর্তমানে তিনি ফ্রিল্যান্সিং লেখালেখিতেই নিজেকে ব্যস্ত রেখেছেন।]

শনিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৯

নবাব সিরাজউদ্দোলার সময় জদি ইন্টারনেট থাকত?


সিরাজদ্দৌলাঃ সাবাশ , এই না হলে বাঘের বাচ্চা । দেখিয়ে দে শালা ইংরেজদের... আরও আপডেট চাই...

নবাব সিরাজদ্দৌলার সময় যদি ইন্টারনেট থাকত !


পলাশি যুদ্ধের আগে জনৈক ব্লগারের ব্লগ


এই বেশ ভাল আছি আমরা । নবাব সিরাজদ্দউলা কত আনন্দে ক্ষমতায় আছেন । রাজতন্ত্র থাকার এই এক সুফল । বিরোধী দল , তৃতীয় শক্তি কিচ্ছু নেই । আমাদের নবাবকে নির্বাচন নিয়ে ভাবতে হয়না । মিডিয়াগুলোর হাউকাউ নেই । গনতন্ত্র থাকলে আবার কত ঝামেলা রে বাবা । হরতাল , গাড়ি পোরানো , রাষ্ট্রদ্রোহ মামলা , গ্রেফতার , টক শো কত কিছু । এসবের কিছুই আমাদের সহ্য করতে হয়না । আমরা ভাল আছি । এই বেশ ভাল আছি । তবে ইদানিং বাংলার আকাশে বাতাশে একটু ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি । জাতীয় স্বার্থের কথা চিন্তা করে তা এখনি প্রকাশ 

করছি না । 


ঘষোটি বেগমঃ কিসের ষড়যন্ত্র ? কিসের আলামত ? এসব ফালতু পোস্ট কেন করেন ? লাস্টের লাইনগুলা মুছেন আর নয় পোস্ট ডিলিট করেন... আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চাইতে অনেক ভাল আছে । যত্তসব ফালতু পোস্ট ।

চিন্তায় আছিঃ দেশ নিয়ে খুব টেনশনে থাকি । আচ্ছা ষড়যন্ত্র কোন ধরনের ? কোন লিংক দিতে পারবেন ?

--------------------------------------------------------


যুদ্ধ শুরু হয়ার পরঃ


সকল জল্পনা –কল্পনার অবসান ঘটিয়ে পলাশীর প্রান্তের মারমার কাটকাট যুদ্ধ শুরু হয়েছে । ইংরেজ বনাম আমরা । ফিল্ড কন্ডিশন (যুদ্ধের ময়দান) দেখে মনে হচ্ছে আমরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জিততে যাচ্ছি । একে তো হোম গ্রাউন্ডের সুবিধা তার উপরে আমাদের দলের অবস্থাও ভাল । অভিজ্ঞ যোদ্ধাদের পাশাপাশি উদীয়মান তরুণদের এবার দলে রাখা হয়েছে । এমনকি আমাদের ঘোড়াগুলো দেশের জন্য জান দিয়ে দিতে প্রস্তুত..


সিরাজদ্দৌলাঃ সাবাশ , এই না হলে বাঘের বাচ্চা । দেখিয়ে দে শালা ইংরেজদের... আরও আপডেট চাই 


মীর জাফরঃ মদন ভাই এগিয়ে চল আমরা আছি তোমার সাথে । +++ ফেবুতে শেয়ার দিলাম 


জনৈক ব্লগারঃ অনলাইনে টাকা আয় করতে ক্লিক করুন এখানে । wwwwwww. নবাবের কামাই. কম

==================================


অনলাইন সংবাদ মধ্যমের খবরঃ


পলাশীর প্রান্তরে যুদ্ধ শুরুঃ মীরজাফরের সাথে ইংরেজদের গোপন সন্ধির আভাস


ডেস্ক রিপোর্টঃ অল্প কিছুক্ষন আগে পলাশীর প্রান্তরে নবাব সিরাজুদ্দলার সেনাবাহিনীর সাথে ইংরেজ বনিকদের এক রক্তক্ষয়ী যুদ্ধের সুত্রপাত হয়েছে । পলাশীর ময়দান থেকে আমাদের নিজস্ব সংবাদদাতা জানিয়েছেন নবাবের বাহিনী অপেক্ষাকৃত শক্তিশালী থাকায় এই যুদ্ধে নবাবের জয়ের সম্ভাবনা বেশী । তবে এক অনুসন্ধানী তদন্তে নবাবের সেনাপতি মীরজাফরের সাথে ইংরেজ বনিকদের গোপন সন্ধির আভাস পাওয়া গেছে । এ ব্যাপারে গতকাল রাতে মীরজাফরের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টিকে ভিত্তিহীন গুজব বলে উড়িয়ে দেন । তবে যুদ্ধ শুরু হওয়ার পর তার সাথে যোগাযোগ করার চেস্টা করে হলে তার ফোন বারবার বন্ধ পাওয়া যায় । পরে তার এপিএসের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও এপিএসের মোবাইলও বন্ধ পাওয়া যায় ।এই ষড়যন্ত্রের সাথে সিরাজদ্দৌলার আপন খালার সম্পৃক্ততা থাকার আভাস পাওয়া গেছে ।


এদিকে যুদ্ধ শুরু হয়ার পরপরি দেশের পুজিবাজারে সুচকের ব্যাপক পতনের ঘটনা ঘটেছে । হাজার হাজার বিনিয়োগকারী বরতমানে পুজিবাজার নিয়ন্ত্রণকারী সংস্থার অফিসের সামনে বিক্ষোভরত আছেন ।

www.facebook.gazipurnews3.com


--------------------------------------------------------

ফেসবুকে প্রতিক্রিয়া ? আসুন দেখি...


ফেসবুক পেজ ‘নাই কাজ তো খই ভাজ’ এর ছবি আপলোড

আমাদের নবাব সিরাজুদ্দউলার ছবি । how many like for this nobab ?


1023 people like this photo . 244 people share this


ভবের পাগলঃ আসেন ভাইয়েরা আমরা আমাদের প্রোফাইল পিকচার বদলে নবাবের ছবি লাগাই । দেশপ্রেম দেখানোর এটাই সবচাইতে ভাল উপায়...

--------------------------------------------------------

Smart Boy Upload a video:

পলাশীর প্রান্তরে যুদ্ধের সর্বশেষ xclusive video দেখে নিন এই খানে ক্লিক করে ।


যুদ্ধ যখন শেষের পর্যায়েঃ


আমরা আজ এক কঠিন পরিস্থিতির সম্মুখীন । পলাশীর যুদ্ধে আমরা কোণঠাসা হয়ে পড়েছি । মীরজাফরের বেঈমানিতে আজ আমাদের এই অবস্থা । মানুষকে বিশ্বাস করা বড় কঠিন । মীরজাফরকে বিশ্বাস করে আমি বড় ভুল করে ফেলেছি । আমার আপন খালা ঘোষটি বেগমও এই ঘৃণ্য কাজে জড়িত । তারা বুঝতে পারলনা তারা কত বড় ভুল করেছে । বাংলার আকাশে আজ দুর্যোগের ঘনঘটা । কে আমাকে আশা দেবে কে আমাকে ভরসা দেবে ?


ঘোষটি বেগমঃ নবাব এইসব পোস্টে আর কোন কাজ হবে না । এই ব্লগও আমি দখল করে ফেলেছি আমি এখন এখানকার মডু । তোমার এই পোস্ট ডিলিট করে এই ব্লগে তোমাকে আজিবনের জন্য ব্যান করা হবে । মু হা হা হা হা...


জনৈক ব্লগারঃ অনলাইনে টাকা আয় করতে ক্লিক করুন এখানে । www.সুন্দর বন আর সুন্দর মন

2টাই এখন দংশের পথে.com


লর্ড ক্লাইভ: মীরজাফর কুব বাল চেলে, আমার কুব পচন্দ অয়েছে । টু গুড...